সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে মুক্ত মঞ্চের উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে উপজেলা পরিষদের সামনে রাস্ট্র ভাষা সংগ্রাম পরিষদের সর্বদলীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী
গোলাম মাহবুব চত্বর শহীদ মিনারে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে মুক্তমঞ্চের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান।
গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন,
থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির,
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান,
সাংবাদিক খোকন আহম্মেদ হীরা, বিএম বেলাল, কাজী আল-আমিন প্রমূখ।
অনুষ্ঠানে বাহান্নের ভাষা আন্দলনের বীর শহীদদের নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও সাংবাদিক বিএম বেলাল।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে গান পরিবেশন করেন সাংবাদিক কাজী আল আমিন, আমিন মোল্লাসহ অন্যান্য শিল্পীরা।
বাংলাদেশ জনপদ
Leave a Reply