শনিবার, ১২ Jul ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা

বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা

বিএম বেলাল, গৌরনদী প্রতিনিধিঃ ২০২১ সালের ৩০ জানুয়ারির অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র ও নিজেকে মেয়র ঘোষণার দাবি করে বরিশাল প্রথম যুগ্ন জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী পৌর নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান বাদি হয়ে সোমবার (২ জুন) দুপুরে এ মামলা দায়ের করেন ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান বলেন, আদালতের বিচারক মো. ইউনুস খান মামলাটি পরবর্তীতে শুনানির জন্য রেখে দিয়েছেন।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, তৎকালীন সময়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ

হান্নানের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী

মোঃ হারিছুর রহমান তার ক্যাডার বাহিনী দিয়ে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে বিভিন্ন অনিয়ম ও কারচুপির মাধ্যমে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে।

বিতর্কিত ওই নির্বাচনের পর ২০২৪ সালের ২৬ জুন অনুষ্ঠিত গৌরনদী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে স্বচ্ছ ভোটাধিকারের মাধ্যমে

আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এইচএম জয়নাল আবেদীনকে পরাজিত করে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন।

কিন্তু ৫ আগস্টের পর সারাদেশের ন্যায় আলাউদ্দিন ভূঁইয়াকেও অপসারন করা হয়।

মামলার বাদি ও বর্তমান গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন,

ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় দানব খ্যাত হারিছুর রহমানের

বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে এতোদিন মামলা দায়ের করতে পারিনি।

আশা করছি, আমার দায়েরকৃত মামলায় আদালতের রায়ে আমি ন্যায় বিচার পাবো।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের গৌরনদী পৌরসভার নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পেশী

শক্তি প্রয়োগের মাধ্যেমে বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে

সংবাদ সম্মেলনে তৎকালীন বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ভোট বর্জন ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories