রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোট নেওয়ার অভিয়োগে প্রিজাইডিং ও ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ভোট কারচুপির অভিযোগে এক পুলিং অফিসারকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান,
সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র,
সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে
এবং টরকী বন্দর ভিক্টোরিয়া মাদ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পুলিং অফিসার ও গৌরনদীর বিআরডিবির মাঠকর্মী আব্দুল হালিমকে আটক করা হয়।
আটক প্রিজাইডিং ও ২ সহকারী প্রিজাইডিং আফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয়টি সহকারী রিটানিং অফিসার ও গৌরনদী নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোটের আগের দিন রাতে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর পক্ষ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং
অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান,
সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র, সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্থুততি চলছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান বলেন,
মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের পক্ষে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী মঙ্গলবার রাত ৯টার দিকে ভোট কেন্দ্রে আসেন।
এ সময় তিনি আমাকে ১০ হাজার টাকার একটি প্যাকেট দিতে চাইলে আমি তা গ্রহন করিনি।
পরবর্তীতে ১৩ হাজার টাকার একটি প্যাকেট সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের কাছে দিয়ে চলে যায়।
সহকারী প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোন টাকা নেইনি প্রিজাইডিং অফিসার নিয়েছেন। অপর দিকে টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যঅলয় কেন্দ্রে ৪নং বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম নিজেই নিদৃষ্ট প্রতীকে ভোট দিলে হাতেহাতে তাকে ধরে ফেলেন বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী।
গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী ও উপজেলা আ’লীরেগ সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন বলেন, আমি কিংবা আমার পক্ষের কোন সমর্থক ভোট কেন্দ্রের কোন প্রিজাইডিং ও সহকারী প্রিজাডিং অফিসারসহ ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা কাউকে কোন উৎকোচ দেই নাই।
গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে আটককৃত প্রিজাইডিং ও ২ সহকারী প্রিজাইর্ডি অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত পুলিং অফিসার আব্দুল হালিমকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
Leave a Reply