বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালের বাবুগঞ্জে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ  দীর্ঘ অপেক্ষার পর হারিয়ে যাওয়া শিশু মায়ের কোলেই ফিরে এল   মানবতার তরে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল নগরীতে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক বাহাদুর তালুকদার ও সদস্য সচিব আহমদউল্লাহ খান হৃদয় উজিরপুরে ‘আলোকিত সমাজ ফাউন্ডেশনের’ উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন
বরিশালের নিজভিটায় স্বপরিবারে ঘুরতে এলেন প্রবাসী বিদ্যুৎ বিশেষজ্ঞ

বরিশালের নিজভিটায় স্বপরিবারে ঘুরতে এলেন প্রবাসী বিদ্যুৎ বিশেষজ্ঞ

বিশেষ প্রতিনিধিঃ আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গুনগুন করে এভাবেই গান গাইছিলেন ৮৫ বছর বয়সী নবায়নযোগ্য বিদ্যুৎ বিশেষজ্ঞ প্রবাসী শংকর ব্যানার্জী।

তিন কন্যা ও এক জামাইকে নিয়ে তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে নিজভিটায় দীর্ঘ কুরি বছর পরে ফিরে আসেন।

 

শংকর ব্যানার্জী জানান , ‘ আমি ২০ বছর পরে আসলেও আমার কন্যারা কোন দিন পিতৃপুরুষের ভিটায় আসেনি। তাদের দেখানোর জন্যই এক সাথে আসা’।

 

বর্তমানে এই পরিবারের ৫০ একরের বেশী জায়গা সহ বসতবাড়ি কৃষি গবেষনা ইনিস্টিটিউটের অধীনে ভূম অধিগ্রহণ ভুক্ত অবস্থায় রয়েছে।

এসব ভূমিতে বিভিন্ন কৃষি কৃষি খামার গড়ে উঠেছে।

 

শংকর ব্যানার্জী জানান ১৯৪৭ সালের ২৩ আগস্ট আমি সহ আমার পরিবার স্টিমারে কলকাতায় গিয়ে আর ফিরে আসতে পারে নি।

মাঝখানে গত ২০ বছরে একবার মাত্র পিতৃপুরুষের ভিটায় আসলেও আমার কন্যারা সাথে ছিল না।

কিন্তু কন্যারা পিতৃপুরুষের ভিটা দেখতে চাইলে এবারে তাদের নিয়ে আসি।

 

শংকর ব্যানার্জীর সাথে রয়েছে তারকন্যা সাংবাদিক শকন্তলা ব্যানার্জী, শিল্পী শর্মিলা ব্যানাজী ও ভাইয়ের মেয়ে ডা. দেবী ব্যানাজী ও জামাই লুকাস ওয়ালপট।

 

শংকর ব্যানার্জী ঘুরে ঘুরে কুষি গবেষণা ইনিস্টিটিউটের হার্টিকালচারের মধ্যে তাদের ভাংগা বিধ্যস্ত বাড়ি ঘুরে ঘুরে দেখেন।

এসময় তিনি বলেন ‘ এটা ছিল আমাদের নারায়ন মিন্দর, এখানে সোনার দুই টি প্রতিমা ছিল, যা আমাদের জ্যাঠা নিয়ে আসেন’

 

এসময় তিনি বলেন ‘ আবার কবে আসি জানি না মেয়েরা দেখতে চাইছিল-তাই ফিরে আসা, আবার হবেতো দেখা’

 

এসময় তিনি বলেন নবায়ন যোগ্য বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে জার্মানীর প্রযুক্তি এগিয়ে আছে ।

এনিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমর প্রস্তাব গ্রহীতও হয়েছিল, পরে আর বাস্তবায়ন হয়নি,

তবে বরিশাল সিটি কর্পোরেশনে ওয়েস্টম্যনেজমেন্ট থেকে বিদ্যুৎ তৈরীর একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

 

তিনি বলেন ‘ আমার প্রস্তবে নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে বিভিন্ন দেশে কাজ হয়েছে, দেশের সন্তান হিসেবে দেশেই কিছু করতে চাই’

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories