সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ উজিরপুরের পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি  বরিশালের বাবুগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ২ জনকে কু*পিয়ে ও পিটিয়ে জ*খম পটুয়াখালীতে কৃষি উন্নয়ন কর্মকর্তা লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাত  গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০ নারী পেলেন হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ দুমকিতে ইলিশ সংরক্ষণও অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন
বরিশালের নিজভিটায় স্বপরিবারে ঘুরতে এলেন প্রবাসী বিদ্যুৎ বিশেষজ্ঞ

বরিশালের নিজভিটায় স্বপরিবারে ঘুরতে এলেন প্রবাসী বিদ্যুৎ বিশেষজ্ঞ

বিশেষ প্রতিনিধিঃ আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গুনগুন করে এভাবেই গান গাইছিলেন ৮৫ বছর বয়সী নবায়নযোগ্য বিদ্যুৎ বিশেষজ্ঞ প্রবাসী শংকর ব্যানার্জী।

তিন কন্যা ও এক জামাইকে নিয়ে তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে নিজভিটায় দীর্ঘ কুরি বছর পরে ফিরে আসেন।

 

শংকর ব্যানার্জী জানান , ‘ আমি ২০ বছর পরে আসলেও আমার কন্যারা কোন দিন পিতৃপুরুষের ভিটায় আসেনি। তাদের দেখানোর জন্যই এক সাথে আসা’।

 

বর্তমানে এই পরিবারের ৫০ একরের বেশী জায়গা সহ বসতবাড়ি কৃষি গবেষনা ইনিস্টিটিউটের অধীনে ভূম অধিগ্রহণ ভুক্ত অবস্থায় রয়েছে।

এসব ভূমিতে বিভিন্ন কৃষি কৃষি খামার গড়ে উঠেছে।

 

শংকর ব্যানার্জী জানান ১৯৪৭ সালের ২৩ আগস্ট আমি সহ আমার পরিবার স্টিমারে কলকাতায় গিয়ে আর ফিরে আসতে পারে নি।

মাঝখানে গত ২০ বছরে একবার মাত্র পিতৃপুরুষের ভিটায় আসলেও আমার কন্যারা সাথে ছিল না।

কিন্তু কন্যারা পিতৃপুরুষের ভিটা দেখতে চাইলে এবারে তাদের নিয়ে আসি।

 

শংকর ব্যানার্জীর সাথে রয়েছে তারকন্যা সাংবাদিক শকন্তলা ব্যানার্জী, শিল্পী শর্মিলা ব্যানাজী ও ভাইয়ের মেয়ে ডা. দেবী ব্যানাজী ও জামাই লুকাস ওয়ালপট।

 

শংকর ব্যানার্জী ঘুরে ঘুরে কুষি গবেষণা ইনিস্টিটিউটের হার্টিকালচারের মধ্যে তাদের ভাংগা বিধ্যস্ত বাড়ি ঘুরে ঘুরে দেখেন।

এসময় তিনি বলেন ‘ এটা ছিল আমাদের নারায়ন মিন্দর, এখানে সোনার দুই টি প্রতিমা ছিল, যা আমাদের জ্যাঠা নিয়ে আসেন’

 

এসময় তিনি বলেন ‘ আবার কবে আসি জানি না মেয়েরা দেখতে চাইছিল-তাই ফিরে আসা, আবার হবেতো দেখা’

 

এসময় তিনি বলেন নবায়ন যোগ্য বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে জার্মানীর প্রযুক্তি এগিয়ে আছে ।

এনিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমর প্রস্তাব গ্রহীতও হয়েছিল, পরে আর বাস্তবায়ন হয়নি,

তবে বরিশাল সিটি কর্পোরেশনে ওয়েস্টম্যনেজমেন্ট থেকে বিদ্যুৎ তৈরীর একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

 

তিনি বলেন ‘ আমার প্রস্তবে নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে বিভিন্ন দেশে কাজ হয়েছে, দেশের সন্তান হিসেবে দেশেই কিছু করতে চাই’

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories