বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)/রাজস্ব উন্নয়ন তহবিলের বরাদ্দের বিভিন্ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করেণ উপজেলা চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন মূলক কাজে বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে
ব্যবহার করার লক্ষ্যে উপজেলা পরিষদের আওতায় উন্নয়ন মূলক প্রকল্পের কাজ শেষে ঠিকাদারকে চূড়ান্ত বিল
পরিশোধের আগে উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থে শতভাগ কাজ নিশ্চিত করতে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সাথে নিয়ে
উপজেলা চেয়ারম্যান উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।
সরকারি বরাদ্দের অর্থ নিয়ম সঠিক ব্যবহার নিশ্চিত হয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের চুড়ান্ত বিল পরিশোধ করেন।
উপজেলা চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার বলেন, আমি বাকেরগঞ্জ উপজেলা পরিষদের আওতায় সরকারি উন্নয়ন মূলক কাজে বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য শতভাগ কঠোর অবস্থানে থেকে কাজ করে যাবো।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক সরকারি সহযোগিতার মাধ্যমে একটি আধুনিক স্মার্ট বাকেরগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমার নিজের ভাগ্য উন্নয়নের জন্য আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহন করিনি।
বাকেরগঞ্জ উপজেলার সাধারণ জনগণের ভালোবাসা ও দোয়া সাথে নিয়ে উপজেলা বাসীর সেবা করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান হয়েছি।
Leave a Reply