মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 

বরিশালের বাকেরগঞ্জে মহিলা সহ আহত ২ 

স্টাফ রিপোর্টারঃ বাকেরগঞ্জ উপজেলার দুধাল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই দফা হামলা চালিয়ে একই পরিবারের দুই জনকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) রাত ৮টায় দুধাল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের বাসিন্দা বাসার খান ও তার ভাইয়ের স্ত্রী সাহিদা বেগম।

আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাসার জানান, গত ১৫ দিন আগে তাদের জমির উপর দিয়ে খাল খনন করে পার্শ্ববর্তী বায়জিদ।

এ সময় তাদের জমিতে লাগানো গাছ নষ্ট হয়। এ নিয়ে তার পরিবারের মধ্যে বাইজিদের পরিবারের তুমুল ঝগড়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বাইজিদের সাথে তাদের কয়েকদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসে। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার রাতে এনায়েতের ছেলে বাইজিদ, মুরাদ, মিঠু তার চাচাতো ভাই তপু ও ভাড়াটিয়া সন্ত্রাসী ইমন সহ অজ্ঞাত আরো কয়েকজন বাসার কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তার ডাক চিৎকার শুনে সাহিদা সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালের উদ্দেশ্যে জয় বাংলা সড়ক থেকে গাড়িতে উঠিয়ে দিয়ে সাহিদা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।

পথিমধ্যে বাড়ির দরজার পাশে ওৎ পেতে থাকা বায়জিদ সহ অন্যান্যরা চাহিদার পথ রোধ করে লাঠি সোটা দিয়ে পিটিয়ে আহত করে।

এসময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা সাহিদাকেও উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, ইমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান উজ্জ্বল খান বলেন, বিষয়টা আমি শুনেছি, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেইনি।

আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories