মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার এয়ারপোর্ট থানা দিন বাদলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রীকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় খলিফা বাড়ি নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের নাম দুলাল খলিফা ও শিউলি বেগম তারা উপায়ই বাদলা গ্রামের বাসিন্দা।
আহত দুলাল ও শিউলি বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত শিউলি জানান বহুদিন যাবত তাদের ক্রায়কৃত সাড়ে ছয় শতাংশ জমি নিয়ে ইজাজুল দের সাথে বিরোধ চলে আসছিল এ নিয়ে থানায় ও কোটে ৩ বার মামলাও হয়েছিল উভয় মামলার রায় দুলালদের পক্ষে হয়েছিল তা সত্ত্বেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উস্কানোমুলক কথা বলে আসছিল।
রায় পাওয়ার জমির উপর একটি নির্মাণাধীন বিল্ডিং এর রিপিয়ারিং এর কাজ শুরু করায় এজাজুল তার দলবল নিয়ে এসে কাজ বন্ধ করতে বলে।
এ নিয়ে উপরের ভিতরে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে এজাজুল খালেক সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে রড ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে।
বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply