বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
কেএম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ বাবুগঞ্জ কিশোরী ধর্ষিতার ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জে উপজেলার কেদারপুর ইউনিয়নের টেংরাখালি গ্রামের হতদরিদ্র এক কিশোরীর বেলায়।
ওই কিশোরী জানায় ২ এপ্রিল মঙ্গলবার রাত দের টার দিকে তার (কিশোরীর) ঘড়ের দরজা সু- কৌশলে খুলে
একই গ্রামের আবুবকর হাওলাদারের বখাটে পুত্র এক সন্তানের জনক নুরেআলম হাওলাদার ২৮ তার ঘড়ে
প্রবেশ করে ওই কিশোরীর মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষন করে দ্রুত ঘড় থেকে ছটকে পরে ধর্ষক নুরেআলম।
বিষযটি জানাজানি হলে ধর্ষিতা ও তার পরিবারের লোকজন থানায় মামলার প্রস্হতিতি নেন।
এ কথা ধর্ষক ও তার পরিবারে লোকজন জানতে পেরে ধর্ষিতাকে মারধর করেন ও
তার পরিবারদের মেরে ফেলার হুমকি দেন ধর্ষক ও তার পরিবারের লোকজন।
এ খবরে ৫ এপ্রিল শুক্রবার দুপুরে সরজমিনে ধর্ষিতার বাড়িতে উপস্থিত হয় সংবাদ কর্মিরা।
ঘটনানার বিষয় বস্তুু ধর্ষিতা ও তার পরিবারের লোকজনের কাছ থেকে জেনে সংবাদ কর্মি বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমানকে অবহিত করেন।
পরক্ষনে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিৎ চন্দ্র শীল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষক নুরে আলমকে
গ্রেফতার করেন এবং ধর্ষিতাকেও সাথে করে নিয়ে আসেন ও বাবুগঞ্জ থানায় প্রেরন করেন।
এ বিষয় মামলার প্রস্হতিতির কথা জানিয়েছেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সঞ্জিৎ চন্দ্র শীল।
Leave a Reply