সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার বাবুগঞ্জে জোর করে বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ উঠেছে সাবেক মেম্বারের বিরুদ্ধে।
রবিবার (৩১ মার্চ) সকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা বকশিরচর গ্রামে মোল্লা বাড়ি (বাগান বাড়ি) এ ঘটনা ঘটে।
এতে জমির মালিক আব্দুস ছালাম মোল্লা বাদী হয়ে একই বাড়ির মৃত সামসুল আলম মোল্লার স্ত্রী সাবেক মেম্বার
মমতাজ বেগম ও তার ছেলে মোঃ পারভেজ মোল্লার নামে বরিশাল বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সম্পর্কে বাদীর আপন ভাইর স্ত্রী ও তার ছেলে।
দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। এলাকায় তার পদচারনা করতে দেয়া হয়না।
মমতাজ ও তার ছেলে পারভেজ লোক লাগিয়ে বিভিন্ন প্রজাতির গাছগুলো কাটতে থাকেন।
খবর পেয়ে বাগানে গেলে অভিযুক্তরা তাকে অকাট্য ভাষায় গালাগালি করে পথঘাটে খুনের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।
উপায় না পেয়ে রবিবার (৩১ মার্চ) প্রথমে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে। সোমবার (১ মার্চ) সাধারণ ডায়েরী করেন।
অভিযোগকারী আব্দুস ছালাম মোল্লা বলেন, বাগানে বিভিন্ন প্রজাতির গাছ ছিল।
এতে তাদের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
প্রধান অভিযুক্ত মমতাজ বেগম বলেন, জমি তাদের রেকর্ড করে দেয়া হয়েছে।
তবে জমিতে আমার স্বামীর লাগানো গাছ ছিল। তাই গাছ কাটা হয়েছে।
এ বিষয় বিমানবন্দর থানার এএসআই মোঃ আঃ ছালাম বলেন, গাছ কাটা ও জমিজমা নিয়ে সাধারণ ডায়েরী পেয়েছি।
তদন্তের জন্য কোর্টে পাঠানো হবে। সেখান থেকে তদন্ত দেয়া হলে সঠিকভাবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply