রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তেজগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠিত গোপালগঞ্জে ৭ই ডিসেম্বর মুক্ত দিবস-পালন করেন বীর মুক্তিযোদ্ধারা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ এ ভূষিত হয়েছেন জাভেদ নাছিম কুয়াকাটায় টোয়াকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাদশার ১০ তলা ভবন নিয়ে ২ স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মামলা পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায় পটুয়াখালীর উপকূলে দুর্যোগের আগাম গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ
বরিশালের মেহেন্দিগঞ্জে ইঞ্জিনচালিত ২ নৌকার সংঘর্ষে নদীতে পড়ে জেলে নিখোঁজ

বরিশালের মেহেন্দিগঞ্জে ইঞ্জিনচালিত ২ নৌকার সংঘর্ষে নদীতে পড়ে জেলে নিখোঁজ

বাংলাদেশ জনপদ ডেস্কঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে নদীতে পড়ে মোঃ রবিউল ইসলাম রবি (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

এতে আহত হয়েছেন দুই জেলে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। এরআগে সোমবার রাতে ওই জেলে নদীতে পড়ে নিখোঁজ হন।

নিখোঁজ জেলে মোঃ রবিউল ইসলাম মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর আদর্শ গ্রামের বাসিন্দা মোঃ সেলিম ঢালীর ছেলে। আহতরা হলেন মোঃ নিজাম ও মোঃ কবির। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিখোঁজ জেলের বাবা সেলিম ঢালী জানান, বরিশাল সদর উপজেলার লাহারহাট থেকে ইঞ্জিনচালিত কাঠের নৌকা নিয়ে রাত ৯টার দিকে বাড়ি ফিরছে রবি।

একই সময় অবৈধভাবে ইলিশ শিকারি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকা থেকে নদীতে পড়ে তার ছেলে নিখোঁজ হয়।

 

বরিশাল সদর ফায়ার সার্ভিসের ডুবুরী মোঃ. নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে থেকে বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ জেলের খোঁজে পাওয়া যায়নি।

 

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার বলেন, ওই নদীতে দুইটি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়।

এতে এক জেলে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরীরা তল্লাশি করে তাকে খুঁজে পায়নি।

ঘটনাস্থলে নৌ-পুলিশের একটি টহল দল রয়েছে। এ ঘটনায় নিখোঁজের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories