রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার দড়ির চর খাজুরিয়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দেওয়ান বাড়ির খালপাডে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা দুলাল দেওয়ান ও তার ছেলে রাকিব দেওয়ান।
আহতদের মধ্যে রাকিব কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুলাল দেওয়ান ও পারুল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত দুলাল জানান, তার সাথে একই গ্রামের রাসেল বেপারী ও সালাম ব্যাপারীর দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।
তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার সকালে তার গরু রাসেলের সয়াবিন খেতে ঢুকে।
এ সময় রাকিব গরু আনতে যায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাসেল,আকাব্বর, হাসান,ইমরান, জামাল, আজু, সালাম ব্যাপারী, বাদল, জুয়েল, ইউনুস, ঝুলন,বশির,ও মজিদ সহ কয়েকজন রাকিব কে হত্যার উদ্দেশ্যে রামদা, চাইনিজ কুঠাল, ও চাপাটি সহ দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
তার ডাক চিৎকার শুনে দুলাল ও পারুল ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে।
সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাসেলকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।
অপরদিকে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মধ্যে রাকিবের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সেখানের চিকিৎসকরা রাকিবের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার এএসআই রিয়াজ বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রাসেল কে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছি।
থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসা বাদ শেষে ওসি স্যার কি করবে সেটা সে জানে। অপরদিকে গোপন একটি সূত্রে জানা যায়, আসামী রাসেল কে থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য ৭০ হাজার টাকার বিনিময়ে জোর লবিং চলছে।
Leave a Reply