বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
আসাদুজ্জামান শেখ:: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওবায়দুল শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় জেল খাটার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
সোমবার (১০ জুন) তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মুরাদুল হাসান।
জানা গেছে, গত ৮ মার্চ জাগুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাকির হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওবায়দুল শিকদারসহ ১০ জনের নামোল্লেখ করে ও ৫ জনকে অজ্ঞাত রেখে কোতয়ালী মডেল থানা একটি মামলা দায়ের করেন (যার নং সিআর- ১৪৫)।
মামলায় ওবায়দুল শিকদারকে ৩ নম্বর আসামী করা হয়। সেই মামলায় গত ১৩ মে তাকে আটক করে কোতয়ালী মডেল থানা।
এরপর তাকে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠান আদালতের বিচারক। পরবর্তীতে ৩ জুন তিনি জামিন পান।
এজাহারে বলা হয়েছে- ওবায়দুল শিকদার রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে মো: জাকির হোসেনের মাথার তালুর নিচে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করেছিলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু বলেন- আদালত থেকে মামলার কাগজ পাঠানো হয়েছে।
আমি সেই কাগজ অনুযায়ী বরিশাল অফিসে আবেদন পাঠিয়েছি।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মুরাদুল হাসান বলেন- মেহেন্দিগঞ্জ অফিস থেকে আমাদের কাছে মামলা কাগজ পাঠানো হয়েছে।
সে অনুযায়ী আজ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Leave a Reply