সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
ইউসুফ আলী জুলহাস, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত চেয়ারম্যানদের নিয়ে মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম এ সভা হয়। সভায় নবাগত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার সভাপতিত্ব করেন।
এ সময় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার ইয়াসিন সাদেক, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,
মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান উপাধাক্ষ্য সাজাহান তালুকদার,
বরজালিয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,
হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুর রহমান, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন এবং ধুলখোলা ইউপি চেয়ারম্যানসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আইনশৃঙ্খলা সভায় উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার বলেন,আমরা জনগণের প্রতিনিধি হয়েছি।
তাদের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা জনগণের প্রতিনিধি, আপনারা প্রশাসনের কর্মকর্তা।
আমাদের মাঝে কোনো বৈরিতা নয়, একে অপরের সাথে সমন্বয় হয়ে কাজ করবো।
জনগণ ও দেশের উন্নয়নের হিজলা উপজেলাকে আধুনিক মডেল উপজেলা করতে চাই।
Leave a Reply