শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নিজ উদ্যোগে ৩ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়। ৩০শে মার্চ শনিবার দুপুরে নগরীর আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
উক্ত কার্যক্রমের সময় মেয়র খোকন সেরনিয়াবাত ঈদ উপলক্ষে সমাজের বিত্তবানদের দুস্থঃ অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়ে বলেন,
‘যত দিন মেয়র থাকব তত দিন মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ ।’
ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা কর্মী আরাফাত হোসেন নির্জন জানান,
৩শতাধিক দুস্থঃ পরিবারের মধ্যে মেয়র রমজানের ইফতার সামগ্রী এবং ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে।
এছাড়া যাতায়াত খরচ বাবদ নগদ ১০০ টাকা প্রদান করা হয় প্রতি জনকে।
নগরীর মানু মিয়া লেন থেকে আসা এক বৃদ্ধা বলেন, ‘আমি এই উপহার সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে ।
সিটি মেয়র রোজায় যে সহায়তা করলেন তা আমার খুব উপকারে আসবে।’
নবগ্রাম রোড থেকে আসা সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ বলেন, ‘এই ঈদে একখানা কাপড় পেলাম। মেয়রের এই উপহার পেয়ে আমি ভীষণ খুশি।’
উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম, সাবেক সভাপতি রেজাউল হক হারুন, খান মামুন, নারী কাউন্সিলর ইসরাত জাহান লাভলীসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
Leave a Reply