সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ২০জন

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ২০জন

বাংলাদেশ জনপদ ডেস্কঃ ঢাকা-বরিশাল মহাসড়কে এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের এয়ারপোর্ট মোড় সংলগ্ন এলাকায় দুই যাত্রীবাহি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চাক্কার নিচে পড়ে পিষ্ট হয়ে যাত্রী খাদিজা বেগম (৪৫) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।

 

এসময় আরও অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার ২০ জুন বিকেলে কামিনী পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগমের বাড়ি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের আজিজ তালুকদারের স্ত্রী।

 

প্রত্যাক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল টু ভুরঘাটা রুটে চলাচল করা সামি-সাদি (বরিশাল-ব-১১-০১০০ পরিবহনের সাথে উজিরপুর সাতলা গামী ফরহাদ পরিবহন (বরিশাল-জ-০১২৪) এর সাথে এয়ারপোর্ট মোড় সংলগ্ন স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এতে বাসের মধ্যে থাকা খাদিজা বেগম বাসের গ্লাস ভেঙ্গে ছিটকে গাড়ীর চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসের মধ্যে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেন।

এদিকে দূর্ঘটনার পর প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করেন স্থানীয় জনতারা। এর ফলে প্রায় ১ঘন্টা সড়কে যানজট দেখা যায়।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ ইমন বলেন, দূর্ঘটনার খবর শুনে আমারা ছুটে এসে দেখি দূর্ঘটনায় ১জন নারী নিহত হয়েছে এবং দুই পরিবহনের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে।

তিনি আরও বলেন, দূর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও সামি-সাদি এবং ফরহাদ পরিবহন নামের ২টি গাড়ি আটক করা হয়েছে।

 

কেনো কিভাবে এই দূর্ঘটনা ঘটেছে সুষ্ঠু তদন্তে করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পরই উভয় গাড়ির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। পাশাপাশি ঘাতক বাস দুটি আটক করা হয়েছে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories