সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ র্যাব-৮, সদর কোম্পানী ও অস্থায়ী ক্যাম্প ভোলা বরিশালের যৌথ অভিযান পরিচালনা করে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন পলাশপুর এলাকা হতে ভোলা জেলার দুলারহাট থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র ও প্রধান ধর্ষণকারী ০১ জন আসামী গ্রেফতার।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৩ মে ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১০ টায় গ্রেফতারকৃত আসামী মোঃ সাগর, পিতা-মোঃ মালেক, সাং-ফরিদাবাদ, থানা-দুলারহাট, জেলা-ভোলা ভিকটিম মোসাঃ সামিয়া (১৩) কে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে কৌশলে ভিকটিমের প্রতিবেশীর ফাঁকা ঘরে ঢুকিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উল্লিখিত ঘটনায়, ভিকটিমের মা মোসাঃ রিনা বেগম (৩৫) বাদী হয়ে ভোলা জেলার দুলারহাট থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নং ১১ তারিখ ২৯ মে ২০২৪ ইং। পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামীকে ভোলা জেলার দুলারহাট থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply