শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার কাউনিয়া থানা দিন ১ নং তালুকদার লেন কাউনিয়ায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ইট ভাঙ্গা শ্রমিককে এলপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সরোয়ার মিয়ার বাড়ির সামনে ব্যামাগার সংলগ্ন রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে।
আহতের নাম মোঃ পিয়াল হাওলাদার তিনি হলেন মোঃ শহীদ হাওলাদারের ছেলে।
আহত মোঃ পিয়াল হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পিয়াল জানান ঘটনার দিন ইমন তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে সরোয়ার মিয়াঁর বাড়ির সামনে ব্যামাগার সংলগ্ন বসে মাদক সেবন করতেছিল তখন পিয়াল তাদেরকে মাদক সেবনে বাধা দিলে উভয়ের ভিতর বাক বিতান্ড হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমন রাজু তাওহিদ সহ ১০/১২ জন মিলে হত্যার উদ্দেশ্যে বগিদা চাপাটি ও চাইনিজ কুড়াল দিয়ে এলপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও জানা যায় ইমন সহ কিশোর গ্যাংরা ওই এলাকায় বহুদিন যাবত মাদক সেবন ও বিক্রি করার ও অভিযোগ রয়েছেন বলে জানা যায়।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply