সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ ৫ এপ্রিল শুক্রবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই,
উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদারসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দরা।
এসময় তারা সাপানিয়া আশ্রয়ণ প্রকল্পের ৩০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার তুলে দেন।
পান্তু সাপানিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। স্বামী হারুন হাং গাছ কাটার শ্রমিক।
তাদের গ্রামের বাড়ি মুলাদী উপজেলায়। নদী ভাঙনে তারা ভিটেমাটি হারায়।
কর্মের তাগিদে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে ঘর ভাড়া নিয়ে বসবাস করত।
তাদের তিনটি মেয়ে সন্তান রয়েছে। গাছ কাটার কাজ করে হারুন যে কয় টাকা উপার্জন করত তা দিয়ে ঘর ভাড়া
এবং সংসার চালিয়ে তিনটি সন্তানের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ত।
একসময় মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়।
ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণের জমিসহ ঘর উপহার পেয়ে এখন তাদের ভাগ্যের চাকা ঘুরে যায়।
এখন তাদের আর ঘর ভাড়া দিতে হয় না। ঘর ভাড়ার টাকা দিয়ে এখন সন্তানদের পড়াশোনা করাতে পারছেন।
নিজের আঙ্গিনায় নিজের জমিতে বিভিন্ন শাক সবজির চাষ করছেন।
পান্তু এখন স্বাবলম্বী নারী আশ্রয়ণে ঘর পেয়ে এখন তারা সুখে-শান্তিতে বসবাস করছে।
Leave a Reply