বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের পথ দেখানো উন্নয়নের ধারা দেশে অব্যাহত থাকবে- বিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সারওয়ার  গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবসের প্রস্তুতি সভা উজিরপুরে বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল    মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে দেবরের হাতে ভাবি লাঞ্চিত  গৌরনদীতে সকল সাংবাদিক সংগঠন বিলুপ্তি, প্রেসক্লাব ঘোষিত ভোটের অধিকার নিয়ে আর ছিনি বিনি খেলা চলবে না-ড. আব্দুল মঈন খান বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানা সহ ভাঙ্গলেন টিনের চিমনি বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতার পিতার মৃত্যুতে শোক প্রকাশ
বরিশালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোনের জমি দখল ও বাড়িঘর ভাংচুর

বরিশালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোনের জমি দখল ও বাড়িঘর ভাংচুর

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর জেলেবাড়ির পোল সংলগ্ন রহমান মঞ্জিলের মালিক মোঃ নাসির উদ্দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছোট বোন মোসাঃ রাশিদা বেগম ও মোসাঃ সাহিদা বেগমের পৈতৃক দুই শতাংশ জমি জবরদখল ও বাড়িঘর ভাংচুর করে ভবন নির্মাণের পায়তারা চালাচ্ছে।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, তাদের ভাইবোনের বহুতল পাঁচটি ভবনের সামনের একটি অংশে ছোট বোন রাশিদা বেগম এবং সাহিদা বেগমের দুই শতাংশ জমি রয়েছে,

উক্ত জমি অবৈধভাবে নিজের বলে দাবি করে আসছেন বড় ভাই নাসির উদ্দিন।

যা নিয়ে আদালতে মামলা চলমান আছে, এছাড়া এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, অ্যাডভোকেট গোলাম কবির বাদল, এডভোকেট এবিএম ফজলুল হক সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সালিশ মীমাংসা হলে বোনদের পক্ষে রায় হওয়ায় বড় ভাই নাসির উদ্দিন তা উপেক্ষা করে জমি দখল করে ভবন নির্মাণের সুযোগ খুজতে ছিল।

 

সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তিনি সুযোগ বুঝে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বোনদের জমি দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেছে বলে জানা যায়,

এসময় রাশিদা ও সাহিদা বেগম তার কাজে বাধা দিলে নাসির উদ্দিন ১৪ ই আগস্ট ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বাড়ির গেট, টিউব ওয়েল, গাছ ভাংচুর করে এবং বোনদের সাথে খারাপ আচরণ করে, হুমকি ধামকি দেয়। এতে ভীতসন্ত্রস্ত হয়ে রাশিদা বেগম এবং সাহিদা বেগম সেনাবাহিনীর সহযোগিতা চাইলে তাতক্ষনিক ভাবে সেনাবাহিনী এসে পরিদর্শন করে স্থানীয় এসিল্যান্ড এর কাছে বিষয়টি সমঝোতা করার জন্য দায়িত্ব দেন।

 

এ বিষয়ে ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, আমার বাবা এডভোকেট শাজাহান মিয়া সব ভাই বোনের জমি সঠিকভাবে বুঝিয়ে দিয়ে ইন্তেকাল করেন।

গত দুই দিন আগে আমার প্রাপ্য জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে আমার বাড়িঘর ভাঙচুর করে বড় ভাই নাসির উদ্দিন।

তাকে বাধা দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার জমি দখল করতে চাচ্ছে আমি প্রশাসনের কাছে বিচার চাই।

আমি একজন নিরীহ মানুষ আমার স্বামী দূরে চাকরি করে, বর্তমানে আমি আমার জীবন নিয়ে নিয়ে ভীতসন্ত্রস্ত।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories