রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যাগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন করে এই সামাজিক সংগঠন বর্তমানে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির কারণে নিন্ম আয়ের মানুষগুলো রমজানে দিশেহারা হয়ে উঠেছে। তারা পাচ্ছেন না তেমন কোন পর্যায়ের ত্রান সহায়তা।
ঠিক তখনই বরিশালে মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো।
২০১৭ সাল থেকে ধারাবাহিক ভাবে কর্মহীন ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে সংগঠনটি।
বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড শাহ পড়ান সড়কে হাওলাদার বাড়ির সম্মুখে ২৫ শে মার্চ সোমবার সকাল ১১ঘটিকায় সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছোলা বুট, আলু, পিয়াজ, লবন
চিড়া, চিনি, ট্যাং, মুড়ি, দুধ ইত্যাদি দেয়া হয়।
অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী উপহার পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উক্ত কার্যক্রম পরিচালনা করার সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন, এই দূর্দিনের বাজারে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরে গর্ববোধ করছি।
সকলের সম্মিলিত প্রচেস্টায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস সংগঠন।
অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।
এসময় উপস্থিত ছিল জাকারিয়া রিদয়, নুসরাত জাহান, আতিক হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply