বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালের বাবুগঞ্জে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ  দীর্ঘ অপেক্ষার পর হারিয়ে যাওয়া শিশু মায়ের কোলেই ফিরে এল   মানবতার তরে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল নগরীতে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক বাহাদুর তালুকদার ও সদস্য সচিব আহমদউল্লাহ খান হৃদয় উজিরপুরে ‘আলোকিত সমাজ ফাউন্ডেশনের’ উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন
বরিশাল জেলা আইনজীবি সমিতিতে অর্থ সম্পাদক পদপ্রার্থী, এ্যাডঃ মিজানুর রহমান টিটু

বরিশাল জেলা আইনজীবি সমিতিতে অর্থ সম্পাদক পদপ্রার্থী, এ্যাডঃ মিজানুর রহমান টিটু

মেহেদী তামিম:: প্রতিবছরের ন্যায় এবারও স্বনামধন্য বরিশাল জেলা আইনজীবি সমিতিতে ২০২৪-২৫ নির্বাচন হতে যাচ্ছে ।

নির্বাচনের সকল প্রস্তুতিও সম্পুর্ন্য হয়েছে।এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা আইনজীবি সমিতিতে নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে, সাধারন আইনজীবিদের ভিতরে দেখা যাচ্ছে ব্যাপক আনন্দ, উল্লাস আবারও এক বছর পরে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচীত করবে।

নির্বাচনের নিয়মানুযায়ী প্রত্যেক আইনজীবি ১১ জন সদস্যকে ভোট দিতে পারবেন, সভাপতি ১ জন,সহ-সভাপতি ২ জন,সাধারন-সম্পাদক ১ জন,অর্থ সম্পাদক ১ জন,যুন্গ-সম্পাদক ২ জন, ও সদস্য ৪ জন।

এর ভিতরেই একজন অর্থ সম্পাদক পদপ্রার্থী এ্যাডঃমিজানুর রহমান টিটু।জন্মগ্রহন করেন বরিশালের মুলাদীতে, স্বনামধন্য মুসলিম পরিবারে।

বাবা ছিলেন সরকারী চাকুরীজিবী,টিএনটি অফিসের সিনিয়র অফিসার। এ্যাডঃমিজানুর রহমান টিটু শহীদ আঃরব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় থেকে এল,এল,বি শেষ করে, পরে আইনজীবি হিসেবে বরিশাল বারে যোগদান করেন ২০০৭ সালের ২১ শে জুন।বারে যোগদানের পর থেকেই সুনামের সহিত আইন পেশা চালিয়ে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় ২০১২-২০১৩ সালে বরিশাল জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আইনজীবিরা সর্বোচ্চ ভোট দিয়ে কার্যকরী সদস্য ও ২০১৫-২০১৬ সালে যুন্গ- সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচীত করান।

বরিশাল বারের সাধারন আইনজীবিরা জানান, এ্যাডঃ মিজানুর রহমান টিটু ভালো মনের মানুষ এবং তিনি একজন ভালো আইনজীবি তার আইন পেশায়ও ব্যাপক সফলতা রয়েছে,তাই পুর্বের ন্যায় এবারও আমরা বিপুল পরিমানে ভোট দিয়ে তাকে অর্থ সম্পাদক পদে নির্বাচীত করবো।

এ্যাডঃমিজানুর রহমান টিটু জানান ,ছোট বেলা থেকেই চেয়েছি মানুষের জন্য কিছু করতে তাই আইনপেশায় আসা।

আমি আশাবাদী বরিশাল বারের আইনজীবিরা পুর্বের ন্যায় আমাকে বিপুল পরিমানে ভোট দিয়ে অর্থ সম্পাদক পদে নির্বাচিত করবে।

বরিশাল বারের নির্বাচন সন্মধে জানতে চাইলে, নির্বাচন কমিশনার এ্যাডঃ লস্কর নুরুল হক জানান, ১৪ ফেব্রুয়ারি বরিশাল বারের ডিনার ও ১৫ ফেব্রুয়ারি বরিশাল আইনজীবি সমিতির ২০২৪-২৫ নির্বাচন।সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য বরিশাল জেলা আইনজীবি সমিতি সর্বদাই প্রস্তুত বলে আমি মনে করি।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories