রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় এবারও স্বনামধন্য বরিশাল জেলা আইনজীবি সমিতিতে ২০২৪-২৫ নির্বাচন হতে যাচ্ছে । নির্বাচনের সকল প্রস্তুতিও সম্পুর্ন্য হয়েছে।এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা আইনজীবি সমিতিতে নির্বাচনি আমেজ শুরু হয়ে গেছে,সাধারন আইনজীবিদের ভিতরে দেখা যাচ্ছে ব্যাপক আনন্দ, উল্লাস আবারও এক বছর পরে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচীত করবে।
নির্বাচনের নিয়মানুযায়ী প্রত্যেক আইনজীবি ১১ জন সদস্যকে ভোট দিতে পারবেন, সভাপতি ১ জন,সহ-সভাপতি ২ জন,সাধারন-সম্পাদক ১ জন,অর্থ সম্পাদক ১ জন,যুন্গ-সম্পাদক ২ জন, ও সদস্য ৪ জন।
এর ভিতরেই একজন অর্থ সম্পাদক পদপ্রার্থী এ্যাডঃফরিদ উদ্দিন,জন্মগ্রহন করেন বরিশালের মেহেন্দিগন্জের স্বনামধন্য মুসলিম পরিবারে। বাবা ছিলেন সরকারী চাকুরীজীবি (পুলিশ)।
এ্যাডঃ ফরিদ উদ্দিন, বি এম কলেজ থেকে মাস্টার্স শেষ করে, শহীদ আঃরব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় থেকে এল,এল,বি শেষ করেন,পরে আইনজীবি হিসেবে বরিশাল বারে যোগদান করেন ২০০৪ সালের ২৭ শে জুলাই।
বারে যোগদানের পর থেকেই সুনামের সহিত আইন পেশা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৪-২০২৫ অর্থ সম্পাদক পদ প্রার্থী এ্যাডঃ ফরিদ উদ্দিন।
বরিশাল বারের সাধারন আইনজীবিরা জানান, এ্যাডঃ ফরিদ উদ্দিন ভালো মনের মানুষ এবং তিনি একজন ভালো আইনজীবি তার আইন পেশায়ও ব্যাপক সফলতা রয়েছে, তাই অর্থ সম্পাদক পদে এ্যাডঃ ফরিদ উদ্দিনকে আমরা দেখতে চাই।
এ্যাডঃফরিদ উদ্দিন জানান ,ছোট বেলা থেকেই চেয়েছি মানুষের জন্য কিছু করতে তাই আইনপেশায় আসা। আমি আশাবাদী বরিশাল বারের আইনজীবিরা আমাকে বিপুল পরিমানে ভোট দিয়ে অর্থ সম্পাদক পদে নির্বাচিত করবে।
বরিশাল বারের নির্বাচন সন্মধে জানতে চাইলে,নির্বাচন কমিশনার এ্যাডঃলস্কর নুরুল হক জানান,১৪ ফেব্রুয়ারি বরিশাল বারের ডিনার ও ১৫ ফেব্রুয়ারি বরিশাল আইনজীবি সমিতির ২০২৪-২৫ নির্বাচন।
সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য বরিশাল জেলা আইনজীবি সমিতি সর্বদাই প্রস্তুত বলে আমি মনে করি।
Leave a Reply