বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ বরিশাল নগরীতে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বরিশার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নগরীর নাজির মহল্লার মোঃ বরকত আলী রুম্মানের স্ত্রী মোসাঃ শাকিলা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে এফ আই আর হিসেবে গ্রহনের নির্দেশ দেন।
মামলার আসামীরা হলেন বরিশাল নগরীর নাজির মহল্লার মোঃ মামুন শরীফ তার স্ত্রী মোসাঃ সুমী আক্তার, আলী আকবর শওকতের স্ত্রী মোসাঃ নাছিমা বেগম ও বাদীর স্বামী মোঃ বরকত আলী রুম্মান।
মামলার বিষয়ে আইনজীবী মোঃ মনিরুজ্জামান-১ বলেন, আসামী বরকত আলী রুম্মানের সাথে বিগত ২০১৪ সালে বাদীর বিবাহ হয়।
তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। আসামীদের কু পরামর্শে বরকত আলী রুম্মান বাদীর কাছে এক লাখ টাকা যৌতুকের দাবীতে নির্যাতন করতো।
এ ঘটনায় বাদী সিআর ০৪/২০২৫ মামলা দায়ের করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অপরদিকে মোঃ মামুন শরীফ নাজির মহল্লায় ঘরজামাই হিসেবে বসবাস করে।
প্রথম ঘটনার দিন গত ১৬ ডিসেম্বর সকাল ১১টায় অন্যান্য আসামীদের অনুপস্থিতিতে মামুন শরীফ বাদীর নাবালিকা শিশু সন্তানকে ধর্ষণ চেস্টা করে।
এ সময় বাদীর কন্যা ডাক-চিৎকার দিলে আসামী মামুন শরীফ ওরফে ঘরজামাই মামুন পালিয়ে যায়।
বিষয়টি শিশু তার মাকে জানালে তার মা মামলার বাদী, গত ৪ জানুয়ারী রাত ১১টায় আসামী মামুন শরীফকে জিজ্ঞেস করলে উল্টো বাদীর উপর ক্ষিপ্ত হয়ে আসামীরা এলোপাথারী মারধর করে।
এ সময় মামুন শরীফ যৌন কামনা চরিত্রার্থ করার লক্ষ্যে বাদীর বাম স্তনে কামড় দেয়।
অতিরিক্ত ক্ষত হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত ৮ জানুয়ারী মামলাটি দায়ের করেন তিনি।
মামলার বাদী শাকিলা আক্তার বলেন আমরা প্রতিনিয়ত দুশ্চিন্তায় এবং ধর্ষনকারীদের ভয়ে দিন যাপন করতেছি।
বাংলাদেশ জনপদ
Leave a Reply