রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে। ২০ মার্চ বুধবার (৯ম রমাদান) সন্ধ্যা ৬ টার দিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাস মাঠে সাধারণ শিক্ষার্থীরা গণ ইফতারের আয়োজন করে এতে প্রায় ১৫০০শত এর অধিক শিক্ষার্থীরা এক সঙ্গে ইফতার করেন।
উক্ত আয়োজনটি সারাদিন ব্যাপি উৎসবমূখর পরিবেশে আয়োজন করেন গণ ইফতার আয়োজন কারী সাধারণ শিক্ষার্থীরা।
উক্ত সময়ে ইফতারের আগে তাদের কয়েকজন হামদ ও নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশন করেন।
এই সময়ে কর্মসূচিতে বক্তব্য রাখেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের মোঃ বায়েজিদ ও মোঃ জিহাদ এবং আরো অন্যান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন, তারা বলেন, ক্যাম্পাসের ইফতার পার্টি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধন।
কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে তা বন্ধের পায়তারা করেছিল কিছুদিন আগে।
যুগ যুগ ধরে চলে আসা এ সংস্কৃতি নিয়ে কূটকৌশল সকল শিক্ষার্থীর হৃদয়ে আঘাত করেছে।
তাই আমাদের বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে গণ ইফতারের আয়োজন এর সিদ্ধান্ত নিয়েছি যা ইফতারের মাধ্যমে গড়ে ওঠা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে আরো বৃদ্ধি করবে।
আগামীতে এ ধরনের সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ বিরত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু বাঙালি মুসলিম সংষ্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে এ গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রত্যেকে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সাধারণ শিক্ষার্থীদের সম্পূর্ণ নিজেদের অর্থায়নে স্বাধ্যমত ইফতারের এই আয়োজন করেছে।
উক্ত এই আয়োজনে সাধারণ শিক্ষার্থী খু্বিই আনন্দ উৎসব পরিবেশে সকল সহপাঠীদের নিয়ে ইফতার করেছে।
Leave a Reply