রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরায় ৩ সাংবাদিক সহ ৫৯ ছাত্র লীগ, যুবলীগ নেতাকর্মীর নামে মামলা বরিশালের উজিরপুরে র‍্যাবের হাতে বিদেশী পি*স্ত*লসহ আটক-১ জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা দক্ষিন জিয়া মঞ্চ বরিশালের আগৈলঝাড়ায় ফে*ন্সি*ডি*লসহ এক নারী গ্রেফতার ঢাকায় জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বরিশাল জেলা দক্ষিণের অংশগ্রহণ সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে গৌরনদীতে জামায়াতের আলোচনা সভা মুন্সীগঞ্জের গজারিয়া ডাকা*তির প্রস্তুতিকালে ৬ ডা*কাত গ্রেফ*তার গোপালগঞ্জে সাবেক বিএনপির নেতা এম মনসুর আলীর তৃতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা উত্যক্তকারীর লিঙ্গ কর্তন করে ইজ্জত রক্ষা করলেন গৃহবধু, গ্রেফতার- কর্তনকারী কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে- ডিএমপি কমিশনার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ববি প্রতিনিধিঃ ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার তত্ত্বাবধায়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় প্রথমিকভাবে ক্যাম্পাসে ২ হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হবে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ টায় উপাচার্য মহোদয়ের কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

 

উদ্বোধনকালে উপাচার্য মহোদয় বলেন, ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে প্রয়োজন পরিকল্পিত বৃক্ষরোপন।

নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে অনেক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

তাই এসকল কর্মকান্ড পরিচালনার সময় যাতে করে বৃক্ষনিধন করার প্রযোজন না পরে সে জন্য আমাদের পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে।

এবিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হবার আহবান জানান উপাচার্য মহোদয়।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করে বিশ্ব দরবারে তুলে ধরা।

 

এসময় আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী,

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস,

প্রক্টর ড. আব্দুল কাইউম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর,

শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু হলের সাবেক প্রভোস্ট আরিফ হোসেন।

 

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories