মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুর ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে দুর্দান্ত জয়, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে উজিরপুর দল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বাবুগঞ্জে সেলিমা রহমানের আগমন উপলক্ষে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের শোভাযাত্রা উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরের শিকারপুর শিশু নিশাতের মৃত্যু ঘিরে রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের কুয়াকাটা বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার -৯, নিখোঁজ -৬ উজিরপুরের মাদার্শী কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা উজিরপুরে ছেলের হাতে বাবা খুন, জনতার হাতে আটক!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ আন্দোলনে একাত্মতা পোষণকারী শিক্ষকরা নিজেরাই বিতর্কিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ আন্দোলনে একাত্মতা পোষণকারী শিক্ষকরা নিজেরাই বিতর্কিত

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক সূচিত শরমিনের পদত্যাগের দাবিতে চলছে একদফা আন্দোলন। এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

একাত্মতা পোষনকারী এসব শিক্ষকের অধিকাংশই ছিলেন আওয়ামী সরকারে সুবিধাভোগী এবং নানান কান্ডে ছিলেন বিতর্কিত।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, যাঁরা অতীতে আওয়ামী সরকারের সুবিধাভোগী ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তারা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদের কারো বিরুদ্ধে রয়েছে বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগে যুক্ত থাকার অভিযোগ,

কাউকে দেখা যায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনায়, আবার কারো বিরুদ্ধে এসেছে শিক্ষার্থী আটকে রেখে নির্যাতনের অভিযোগ।

সমাজকর্ম বিভাগের শিক্ষক মুস্তাকিম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সাবেক সদস্য।

এসাইনমেন্টের নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বোকা বানিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বোটানি বিভাগের সহকারী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলাম পূর্বের প্রশাসনের সময় দ্বিতীয় প্রক্টর হিসেবে

দায়িত্ব পালনকালে ছাত্র নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাঁকে অপসারণ করা হয়।

ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ মহাসিন বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থাকেন,

এই শিক্ষক আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে অভিযোগ পাওয়া যায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

সাদেকুল আরেফিনের নেতৃত্বে এক জুম মিটিংয়ে নিজের ব্যক্তিগত শোককেও তিনি জাতির পিতার শোকের সঙ্গে তুলনা করে সমালোচনার জন্ম দিয়েছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষক জ্যোতির্ময় বিশ্বাস আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষকদের নানা পদে দাপটের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্বাচনী প্রচারণায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলেও অভিযোগ রয়েছে।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী জামান তনু সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে ৪ মাসের ছুটিতে সুইডেন ভ্রমণ করেন,

কিন্তু প্রাপ্ত ছুটির থেকে বেশি ছুটি কাটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।এতে উপাচার্য যেন তাকে শোকজ

না করতে পারে একারনে তিনি আন্দোলনে যোগদান করেছেন বলে অনেকেই ধারণা করছেন।

একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করেন,প্রো-ভিসি অনেকরে চাকরির আশ্বাস দিয়ে, কাজের আশ্বাস দিয়ে আন্দোলন চালিয়ে নিচ্ছে।

এছাড়াও আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এসব শিক্ষকের বিরুদ্ধে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories