বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের পথ দেখানো উন্নয়নের ধারা দেশে অব্যাহত থাকবে- বিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সারওয়ার  গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবসের প্রস্তুতি সভা উজিরপুরে বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল    মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে দেবরের হাতে ভাবি লাঞ্চিত  গৌরনদীতে সকল সাংবাদিক সংগঠন বিলুপ্তি, প্রেসক্লাব ঘোষিত ভোটের অধিকার নিয়ে আর ছিনি বিনি খেলা চলবে না-ড. আব্দুল মঈন খান বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানা সহ ভাঙ্গলেন টিনের চিমনি বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতার পিতার মৃত্যুতে শোক প্রকাশ
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী, নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় নবীন সদস্যদের চাবির রিং ও কলম প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভার পরে বেলা ১টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এছাড়া প্রশিক্ষণ কর্মশালায়ে সেরা প্রতিবেদক দুজন ও একজনকে সেরা সংগঠক হিসেবে নির্বাচিত করে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এর সাংবাদিকবৃন্দ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে।

যেকোন যৌক্তিক ও বিশ্ববিদ্যালয়ের যেকোন অর্জন নিয়ে তারা তথ্য প্রকাশ করছে। সামনেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা কাজ করে যাবে এবং সত্য তথ্য প্রকাশ করবে বলে বিশ্বাস করি।

বিশষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সাংবাদিকতা শুধু একটি মহান পেশা নয়, এটি একটি দায়িত্বশীল জায়গাও।

আমরা দেখেছি স্বৈরাচারের সময়ে অনেকে কিভাবে সাংবাদিকতাকে কলুষিত করেছে।

সাংবাদিকতার কাজ সত্য তথ্য তুলে ধরা ও প্রশ্ন করা।কিন্তু তাদের প্রশ্ন করার ধরণ ছিলো ভিন্ন ও উদ্দেশ্যমূলক।

আমরা অনেক সাংবাদিকের যথাযথ দায়িত্ব পালন করতে দেখেনি। তবে কিছু সাংবাদিকবৃন্দ ছিলো যারা সত্যকে উপস্থাপন করে গেছেন।

আমি মনে করি, তারাই দায়িত্বশীল আচারণ করেছেন। আর যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকতা করেছেন তারাও অনেক বেশি দায়িত্বশীল আচারণ করেছেন।

আমি শুনেছি, জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্যরা সত্য তথ্য তুলে ধরেছে এবং দায়িত্বশীল আচারণ করেছে। আমি আহ্বান জানাবো ,তারা যেন এ ধারা অব্যাহত রাখে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, ডেইলি স্টারের সাংবাদিক শুশান্ত ঘোষ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। নবীন সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল কাদের জীবন।

ববি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নওরিন নুর তিষার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সহকারী প্রক্টর, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তা ও ববি প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যগণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories