বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন বিসিক এলাকায় চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় নগদ ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় দারোগা বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম সাইদুল ইসলাম (সুমন) সে ওই এলাকার বাসিন্দা লুৎফর হাওলাদারের ছেলে ও পেশায় একজন ব্যবসায়ী।
বর্তমানে সে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুমন জানান সে একজন ইট ভাঙ্গা মেশিনের মালিক।তার কাছে দীর্ঘদিন
ধরে চাঁদা দাবী করে আসছে একই এলাকার সাওন, তারেক, নবাব,ও তানভীর সহ অজ্ঞাত আরো কয়েকজন।
তারই সৃত্র ধরে ঘটনার দিন সকালে তারা সুমনের কাছে চাঁদা দাবী করতে যায়।
এতে সে অপারগতা করলে এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে সাওন সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি লাঠি পেটা করে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন,ঘটনার আগের দিন আমার সাথে তাদের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply