মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ বরিশাল গোয়েন্দা শাখার এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় এএসআই মোঃ মনির হোসেন, এএসআই বিকাশ চন্দ্র, কং-সামদাদ হোসেন,
কং- মেহেদী হাসান, কং- শিপন হোসাইন, নারী কং- সোনিয়া রানী দে গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই দুপুর ১.০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১২ নং ওয়ার্ডস্থ
এআরএস স্কুল এর উত্তর পাশে তোরাব আলী খান সড়কের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ মিলন সিকদার (৩৮), পিতা-মৃত আজগর আলী সিকদার, মাতা-মিনারা বেগম,
সাং-চরহোহলা, ০২ নং ওয়ার্ড, ০৫ নং পাতারহাট ইউপি, থানা-মেহেন্দিগন্জ, জেলা-বরিশালে’র হেফাজত হতে
১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply