রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ বরিশালের এয়ারপোর্ট থানার এসআই মেহেদী হাসান, এএসআই আউয়াল ও এএসআই মহসিন সবুজগণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে
১২ জুলাই ১০:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউপি ছয় মাইল বাজারে
“ছয় মাইল হইতে লাকুটিয়া ” যাওয়ার প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত (১) মোঃশাওন খানব(২৮) পিতা- মৃত চান মিয়া খান, মাতা-পেয়ারা বেগম, সাং-
কেস্তাকাঠী, ৬ নং ওয়াড, পোনাবাড়িয়া, থানা- ঝালোকাঠী, জেলা-ঝালকাঠির
হেফাজত হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply