শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ উজিরপুরের পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি  বরিশালের বাবুগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ২ জনকে কু*পিয়ে ও পিটিয়ে জ*খম পটুয়াখালীতে কৃষি উন্নয়ন কর্মকর্তা লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাত  গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০ নারী পেলেন হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ দুমকিতে ইলিশ সংরক্ষণও অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন
বরিশাল ৬৩ পিস ইয়াবা ২ টি মোটরসাইকেল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল ৬৩ পিস ইয়াবা ২ টি মোটরসাইকেল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের এয়ারপোর্ট থানার এসআই মো: শাহাদাত হোসেন, এএসআই ফকির সোহাগ, কং-৭৭২ মো: নেছার উদ্দিন, কং ১২২৩ মো: মাছুম হোসেন গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই শনিবার বেলা ৪:২০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ গনপাড়া সাকিনস্থ আল মদিনা জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

 

অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ ফরিদুল ইসলাম হাওলাদার (৪০), পিতা-মৃত আলমগীর হায়দার, মাতা-ফরিদা বেগম, সাং-কেওটা, শুক্তাগড়, থানা- রাজাপুর,

জেলা-ঝালকাঠী, বর্তমান সাং-দপ্তরখানা রোড, ০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশাল, ০২। মোঃ রায়হান হাওলাদার (৩২), পিতা-মৃত আঃ রহমান হাওলাদার, মাতা-ইয়াসমিন বেগম, সাং-চরকাউয়া,

দিনারের পোল, থানা-বন্দর, জেলা- বরিশাল, বর্তমান সাং-পলাশপুর কাজীর গোরস্থান সড়ক, জনৈক রফিকুল ইসলামের বাসার ভাড়াটিয়া, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল,

০৩। সুমিত কর্মকার (৩০), পিতা-পরিতোষ কর্মকার, মাতা-শেফালী রানী কর্মকার, সাং-তারপাশা, ০৫নং ওয়ার্ড, কীর্তিপাশা ইউপি, থানা-ঝালকাঠী সদর, জেলা-ঝালকাঠী,

বর্তমান সাং-কালীবাড়ী রোড, হাজী মঞ্জিল, ফেয়ার হেল্থ ক্লিনিক এর বিপরীত পার্শ্বে, ১৭নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশাল।

তাদের হেফাজত হতে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত ২ টি ইমাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেল উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।

 

উদ্ধারকৃত মাদক ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ০৪। মোঃ মিথুন বাবু (৩০), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-ভাটিখানা, জোড় মসজিদ, রোকেয়া মঞ্জিল, ০৪নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল, ০৫) তপন মোল্লা (৪০), পিতা-অজ্ঞাত, সাং- ল-কলেজ রোড, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশাল, ০৬। মোঃ রাসেল হাওলাদার (৩৯), পিতা-আঃ মালেক হাওলাদার, মাতা-হাজেরা বেগম, সাং-চহঠা, ৩০নং ওয়ার্ড বিসিসি, থানা-এয়ারপোর্ট, জেলা-বরিশালগণ বর্তমানে পলাতক রয়েছে।

ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories