শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের এয়ারপোর্ট থানার এসআই মো: শাহাদাত হোসেন, এএসআই ফকির সোহাগ, কং-৭৭২ মো: নেছার উদ্দিন, কং ১২২৩ মো: মাছুম হোসেন গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই শনিবার বেলা ৪:২০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ গনপাড়া সাকিনস্থ আল মদিনা জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ ফরিদুল ইসলাম হাওলাদার (৪০), পিতা-মৃত আলমগীর হায়দার, মাতা-ফরিদা বেগম, সাং-কেওটা, শুক্তাগড়, থানা- রাজাপুর,
জেলা-ঝালকাঠী, বর্তমান সাং-দপ্তরখানা রোড, ০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশাল, ০২। মোঃ রায়হান হাওলাদার (৩২), পিতা-মৃত আঃ রহমান হাওলাদার, মাতা-ইয়াসমিন বেগম, সাং-চরকাউয়া,
দিনারের পোল, থানা-বন্দর, জেলা- বরিশাল, বর্তমান সাং-পলাশপুর কাজীর গোরস্থান সড়ক, জনৈক রফিকুল ইসলামের বাসার ভাড়াটিয়া, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল,
০৩। সুমিত কর্মকার (৩০), পিতা-পরিতোষ কর্মকার, মাতা-শেফালী রানী কর্মকার, সাং-তারপাশা, ০৫নং ওয়ার্ড, কীর্তিপাশা ইউপি, থানা-ঝালকাঠী সদর, জেলা-ঝালকাঠী,
বর্তমান সাং-কালীবাড়ী রোড, হাজী মঞ্জিল, ফেয়ার হেল্থ ক্লিনিক এর বিপরীত পার্শ্বে, ১৭নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশাল।
তাদের হেফাজত হতে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত ২ টি ইমাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেল উদ্ধারপূর্বক তাদেরকে আটক করেন।
উদ্ধারকৃত মাদক ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ০৪। মোঃ মিথুন বাবু (৩০), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-ভাটিখানা, জোড় মসজিদ, রোকেয়া মঞ্জিল, ০৪নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল, ০৫) তপন মোল্লা (৪০), পিতা-অজ্ঞাত, সাং- ল-কলেজ রোড, থানা-কোতয়ালী মডেল, জেলা-বরিশাল, ০৬। মোঃ রাসেল হাওলাদার (৩৯), পিতা-আঃ মালেক হাওলাদার, মাতা-হাজেরা বেগম, সাং-চহঠা, ৩০নং ওয়ার্ড বিসিসি, থানা-এয়ারপোর্ট, জেলা-বরিশালগণ বর্তমানে পলাতক রয়েছে।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
Leave a Reply