রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
মোঃ রাসেল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উল্লেখযোগ্য নান্দনিক ও আধুনিকতার ছোঁয়াতে অফুরুন্ন শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড মিশন হাই স্কুলে বর্ণিল আয়োজনে আয়োজিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ খ্রিঃ।
উক্ত আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে শান্তির দূত পায়রা উড়িয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কর্ণেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপি ( মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর পর পর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ধাপে ধাপে পালন হয়েছে
উক্ত অনুষ্ঠানটি শনিবার ৩ই ফ্রেবুয়ারি বেলা সকাল ১০ ঘটিকার সময় অক্সফোর্ড মিশন হাইস্কুলের স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলোঃ বিশপ সৌরভ ফলিয়া (ডেপুটি মডারেটর, চার্চ অব বাংলাদেশ)
এবং জনাব, মোঃ রফিকুল ইসলাম খান (বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল)
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলোঃ রোভাঃ ফাদার ফ্রান্সিস এস.পি.বি.- বীর মুক্তিযোদ্ধা সুপিরিয়র, অক্সফোর্ড মিশন, বরিশাল।
প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলোঃ জনাব, পলিনুস গুডা ( প্রধান শিক্ষক, অক্সফোর্ড মিশন হাই স্কুল বরিশাল)।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলোঃ মিসেস দিপালী বাইন ও মিস্টার বিপুল হালদার।
এই সময় প্রধান অতিথির ভাষণে কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি মহাদয় বলেন, বরিশালে এই অক্সফোর্ড মিশন হাইস্কুল অতি পুরানো এক স্কুল আমি যখন বরিশাল জেলা স্কুলে পড়তাম তখন থেকেই দেখে আসছি এই স্কুলের পড়াশোনার মান অনেক ভালো যা বর্তমানেও অনেক ভালো করছে এই স্কুলের শিক্ষার্থীরা এই সময় তিনি আরো বলেন, উক্ত স্কুলটির চারতলা ভবনের ভিক্তি স্থাপন নির্মান করবো বলে জানিয়েছে।
অক্সফোর্ড মিশন হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের সমাপনীতে নৃত্য প্রদর্শন ও পুরুষ্কার বিতরনীর মাধ্যমে শেষ হয়েছিলো উক্ত অনুষ্ঠানটি।
Leave a Reply