বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
কে এম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ বসত ভিটা নিয়ে বিরোধের জের ধরে ভাইর হাতে ভাই খুন হয়েছে বলে এমন অভিযোগ করেন, মৃত দিনমজুর আলঙ্গির সরদার ৪৭ এর স্ত্রী শেফালী বেগম ৩৫।
ঘটনাটি ঘটেছে ১৪ জুন শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামে।
মৃত আলঙ্গির সরদারের স্ত্রী সেফালি বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে, আমর আপন দেবর মৃত আতাউর সরদারের পুত্র মুদি ব্যাবসায়ি
শাহাজালাল সরদার শাহা ৩৮ আমার স্বামীর বসত ভিটার জমি নিয়ে প্রাসই বাকবিতন্ডা করে জোর পূর্বক বসত ভিটা দখলের পায়তারা সহ আমার স্বামীকে একাধিক বার খুন করার হমকি দিয়ে আসছিলেন দেবর শাহা ও তার স্ত্রী ঝুমুর বেগম।
অপরদিকে নানান লোকের ধারনা মতে সম্প্রতি গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন সমাপ্তির জয় পরাজযের জের ধরে কোন প্রাথীর পক্ষে সমার্থন করা নিয়ে এই হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে কিনা ?
এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের আলঙ্গিরের স্ত্রী শেফালী বেগম বলেন, আমার স্বামী রাস্তায় নেমে কাউর নির্বাচন করে নাই।
এমনকি তার কোন পচন্দের প্রার্থীও ছিলনা তার নিজ ইচ্ছায় পচন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তাই নির্বাচনকে ঘীরে আমার স্বামীর এমন কোন শক্রু ছিলনা বলে জানিয়েছেন স্ত্রী সেফালী বেগম।
স্বামী আলঙ্গির সরদারকে হত্যার দায় হিসাবে এক মাত্র তার দেবর শাহাজালাল শাহা ও তার স্ত্রী ঝুমুরকে দায়ী করছেন স্ত্রী শেফালী বেগম ।
এ ছারা আরো বলেন দেবর শাহাকে আইনের আওতায় আনা হলে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করা সহজ হবে বলে বিশ্বাস করেন তিনি। তিনি আরো বলেন বসত ভিটাই হত্যার এক মাত্রই কারন।
তারি ধারাবাহিকতায় গতকাল ১৩ জুন বিকেলে তুচ্ছ ঘটনা কেন্দ্রীক আমার স্বামীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন আমার দেবর শাহা ও তার স্ত্রী ঝুমুর।
আমার স্বামীকে হত্যা না করে ঘরে ফিরবেনা বলে এমন হুমকি দিয়ে ঘর থেকে বেড়িয়ে যান চন্দ্রহার বাজারের মুদি ব্যাবসায়ি আমার দেবর শাহাজালাল শাহা।
তারি ধারাবাহিকতায় গতকাল রাত থেকেই আমার স্বামী ঘড়ে না ফেরায় বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোথাও তার সন্ধ্যান মিলাতে না পেরে অসহায় হয়ে পরি।
১৪ জুন শুক্রবার সকালে একই গ্রামের আতাহার সরদারের পুত্র গাছ ব্যাবসায়ী বাচ্চু সরদার তার পুকরে মুখমণ্ডল ধুতে গিয়ে লাশ দেখতে পেয়ে ভয়ে ডাকচিৎকার দেন।
এতে লোকজনের উপস্থিতি হলে স্হানীয়রা আলঙ্গিরকে চিনে ফেলেন।
এবং তৎখনাত উপস্থিতি লোকজন গৌরনদী থানা পুলিশ ও ডুবরিদের খবর দিলে তারা ঘটনা স্হানে উপস্থিত হয়ে আলঙ্গিরের লাশ পুকুর থেকে উত্তোলন করেন।
ও সুরাতাল কাজ শেষে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আলঙ্গিরের লাশ ময়না তদন্তর জন্য প্রেরন করেন গৌরনদী থানা পুলিশ।
Leave a Reply