রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
বাংলাদেশ জনপদ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশীপ- ২০২৩ এ ডিএমপি নারী ও পুরুষ উভয়দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ডিএমপি নারী দল ২৩-১৮ পয়েন্টে ঢাকা রেঞ্জ নারী দলকে এবং ডিএমপি পুরুষ দল ঢাকা রেঞ্জ দলকে ৩৪ – ৩১ পয়েন্টে পরাজিত করে। প্রতিযোগিতায় উভয়দলে রানার আপ হয়েছে ঢাকা রেঞ্জ, পুরুষ দলে চট্টগ্রাম রেঞ্জ এবং নারী দলে এপিবিএন তৃতীয় স্থান অধিকার করেছে।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের আয়োজনে আজ শনিবার ৬ জুলাই বিকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে হ্যান্ডবল (পুরুষ) ডিএমপি দল ৩৪-৩১ পয়েন্টে এবং হ্যান্ডবল (নারী) দল ২৩-১৮ পয়েন্টে ঢাকা রেঞ্জ দলকে পরাজিত করে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
এ প্রতিযোগিতায় ডিএমপির সোহাগ হোসেন আরিফ ও রুবিনা আক্তার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং অ্যান্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমিন বলেন, ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল টিমের গৌরবময় ঐতিহ্য রয়েছে। উভয় দলই তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা উপহার দিয়েছে। আমরা খেলা সবাই বেশ উপভোগ করেছি। আমি আশা করব আগামীতে খেলোয়াড়রা আরো ভালো খেলা উপহার দিবে।
খেলোয়াড়দের উদ্দেশ্য তিনি বলেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়েই কৃতি খেলোয়াড় বেরিয়ে আসবে।
ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল টিমে পুলিশ থেকে খেলোয়াড় সংখ্যা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। আপনাদের সর্ব্বোচ সুযোগ সুবিধা দেয়া হবে। আপনারা দেশকে যেমন ভালবাসবেন তেমনি খেলাকেও ভালবাসবেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সহ-সভাপতি ও ডিআইজি এস এম মোস্তাক আহমেদ বিপিএম, পিপিএম(বার), সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি নাজমুল ইসলাম পিপিএম, টিম ম্যানেজার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৫ জুন ২০২৪ তারিখে ১০টি পুরুষ দল ও ৩টি নারী দলের অংশগ্রহণে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতায় ১০টি পুরুষ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, খুলনা রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বরিশাল রেঞ্জ, সিলেট রেঞ্জ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও রাজশাহী রেঞ্জ অংশ গ্রহণ করে।
এ ছাড়াও ৩টি নারী দল ডিএমপি, ঢাকা রেঞ্জ ও এপিবিএন অংশ গ্রহণ করে। আজ চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো এ প্রতিযোগিতার।
Leave a Reply