রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ নিজ
বটকাজল গ্রামে সুলতান রাড়ী (৫০) নামের এক ব্যাবসায়ীর ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
সুলতান রাড়ী স্ত্রী জাহারানা বেগম বলেন, মধ্যে রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
আমাকে ও আমার বৃদ্ধ শশুর বাবা ও সন্তানদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ ৫০
হাজার টাকা, পাচটি মোবাইল, চারটি লাইট ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাত দল।
এসময় একই ঘরের অপর পাশের বাড়ির সাবেক সেনা সদস্য মজিবার রহমান
ডাক চিৎকারের শব্দ শুনে বাহির থেকে সিটকারী খুলে দেন বলে জানান।
প্রসঙ্গত নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস বলেন এ ঘটনা খুবই দুঃখ জনক।
আশা করি পুলিশ এ ঘটনা খতিয়ে দেখবেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, ঘটনা শুনে
আমরা পরিদর্শন করেছি এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
Leave a Reply