শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 
পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুনের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুনের অভিযোগ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বড় ভাই সজিব হোসেনের (২৩) অবৈধ পিস্তলের গুলিতে তার সপ্তম শ্রেনিতে পড়ুয়া প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৬) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় নিহতের বাড়ির রান্নাঘরের পাতার বস্তার ভিতর থেকে একটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়েছে।

নিহতের বড় ভাই মোঃ সজিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

জিজ্ঞাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ।

 

পুলিশ জানায়, রবিবার (১০মার্চ) সকাল ৮ টায় উপজেলার সূর্যমনি ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

পরিবারের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যুৎ পৃষ্ট হওয়ার খবর জানিয়ে নিহত সাব্বির’কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে হাসপাতাল সূত্রে পুলিশ জানতে পারে ভুক্তভোগীর মাথায় গুলির চিহ্ন দেখা গেছে।

ভুক্তভোগী শারিরীক অবস্থা গুরুতর হাওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ঢাকায় নেয়ার পথে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যায় ভুক্তভোগী সাব্বির হোসেন।

১১মার্চ সোমবার দুপুরে নিহতের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের ভিতরের পাতার বস্তা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে এই পিস্তল দিয়েই নিহতকে গুলি করা হয়েছে।

এঘটনায় নিহতের বড় ভাই সজিবকে প্রধান সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কি কারণে কিভাবে এই হত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানায় পুলিশ।

 

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্তে নেমেছে বাউফল থানা পুলিশ।

সন্দেহভাজন হিসেবে ভিকটিমের বড় ভাইকে জিজ্ঞাবাদ করা হচ্ছে এবং নিহতের বাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories