মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শফিকুল ইসলাম, পটুয়াখালী বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বাউফল পাবলিক মাঠ সংলগ্ন মহাসড়কে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে এ শীতল শরবত বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার (১মেয়ে ২০২৪) সকাল ১১টায় বাউফল পাবলিক মাঠ মহাসড়কে বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিশুদ্ধ শীতল পানি লেবু,
ইউসুফগুলির ভুসি, তোকমা, ওরস্যালাইন, টেস্টি স্যালাইন, চিনি, টাং, মিক্সচার করে পথচারীদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম ,
ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক সম্রাট সাহা, সদস্য সাংবাদিক ইউসুফ আলম মিলন, মোঃ রফিকুল ইসলাম, সঞ্জয় দেবনাথ সহ আরো অনেকে।
এ সময় সাধারণ পথচারীদের মাঝে আনুমানিক ৮০০ লিটার বিশুদ্ধ শীতল পানি, লেবু, ইউসুফ গুলির ভুসি, তোকমা, ওরস্যালাইন টেস্টি, স্যালাইন, চিনি, টাং, মিক্সচার করে শরবত বানিয়ে বিনামূল্যে বিতরণ করা হয়।
এমন উদ্যোগ সম্পর্কে বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, তীব্র তাপদাহে একটু স্বস্তি দিতে আমরা ন্যূনতম তিন হাজারের অধিক মানুষকে বিনামূল্যে শরবত দিয়েছি।
সমাজে বিত্তবান মানুষদের এই গরমে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই।
দৈনিক বাংলাদেশ সমাচার এর বাউফল রিপোর্টার ও বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার ক্রীড়া
বিষয়ক সম্পাদক সাংবাদিক সম্রাট সাহা বলেন কিছুটা হলেও মানুষকে সেবা দিতে পেরে
আমরা আনন্দিত মানুষের কল্যাণে সকলে মিলেমিশে এভাবে যেন কাজ করতে পারি সবাই দোয়া করবেন।
Leave a Reply