রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. বেল্লাল হোসেন নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মে) বেলা ১০,টা ৪০মিনিটের দিকে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগারি ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
বেল্লাল ওই বিদ্যালয়ের কারিগরি দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার দাশপাড়া ইউনিয়নের পচ্চিম খাজুরবাড়িয়া গ্রামের তাজউদ্দিন মৃধার ছেলে।
নিহতের পরিবার ও সহপাঠীরা জানায়, ওই বিদ্যালয়ের ভবনের ছাদে অনুমতিহীন ভাবে বসানো আকাশ ডিজিটাল টিভির অ্যান্টেনার বৈদ্যুতিক তারে স্পৃষ্টে বেল্লালের মৃত্যু হয়েছে।
কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরীন বলেন, বিদ্যালয়ের মূল ফটকের সামনে তিনজন ব্যবসায়ী অবৈধভাবে দোকান তুলেছেন। তারা বিনা অনুমোতিতে বিদ্যালয়ের ছাদে টিভি অ্যান্টেনা স্থাপন করেছেন। বেলা ১০টা ৩০মিনিটের দিকে স্থানীয় এক মিস্ত্রি ওই বিদ্যালয়ের ছাদে যায়। এরপর কৌতূহলবসত সবার অগোচরে বেল্লাল বিদ্যালয়ের ছাদে উঠলে ছাদের পাশে তারে বিদ্যুতায়িত হয়।
শব্দ পেয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ছাদে উঠে দেখতে পায় বেল্লাল ছাদে ছটফট করছে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বেল্লালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বেলালের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো গ্রাম।
১০ম শ্রেণীর ছাত্র বেলালের মৃত্যুতে পুরো স্কুল জুড়েও বইছে শোকের মাতম।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply