বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বরিশালের বাবুগঞ্জে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা ও তথ্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ  দীর্ঘ অপেক্ষার পর হারিয়ে যাওয়া শিশু মায়ের কোলেই ফিরে এল   মানবতার তরে আমরা ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল নগরীতে মা-মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক বাহাদুর তালুকদার ও সদস্য সচিব আহমদউল্লাহ খান হৃদয় উজিরপুরে ‘আলোকিত সমাজ ফাউন্ডেশনের’ উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন
বাউফল উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

বাউফল উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

মোঃ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান মো. আনিচুর রহমান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তারা দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবনির্বাচিতদের বরণ করে নেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারl (ইউএনও) মো. বশির গাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথি ছিলেন আ স ম ফিরোজ এমপির স্ত্রী দেলোয়ারা সুলতানা ফিরোজ, সাবেক জেলা ও দায়রা জজ আবু হানিফ, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুণ্ড, থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া ও বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার প্রমুখ।
গত ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম নিশু নির্বাচিত হয়েছিলেন। গতকাল বুধবার বিভাগীয় কমিশনার তাদের শপথবাক্য পাঠ করান। আজ (বৃহস্পতিবার) তারা স্ব স্ব পদে দায়িত্বভার গ্রহণ করেন। এ দিন নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories