সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
বাউফল প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাউফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩মে ২০২৪) উপজেলা আওয়ামী, পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আয়োজনে সন্ধ্যায় জয়নাল আবেদীন কমিউনিটি সেন্টার পাবলিক মাঠ সংলগ্ন জাহাঙ্গীর টাওয়ারল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হাসান জামসেদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট ঝরনা বেগম , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার মোঃ জাহাঙ্গীর, দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম এন জাহাঙ্গীর, নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসিন, বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান, বাউফল পৌর কাউন্সিলর সংরক্ষিত ১,২,৩ কাউন্সিলর শিপ্রা দাস খুকু, উপজেলা স্বেচ্ছাসেবকলিগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল রহমান হাসান সহ অনেকে।
বক্তারা বলেন, বাউফল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আগামি (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ মতবিনিময় সভায় বিভিন্ন পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন
Leave a Reply