বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:১০ অপরাহ্ন
রুহুল আমীন, বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৩০ জানুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের খেলাধুলার পাশাপাশি ছিল নাচ, গান ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী।
সকালে অনুষ্ঠান উদ্বোধন ও পতাকা উত্তোলন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সানজিদা রিকতা, তপন কুমার দাস, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোঃ মেহেদী মাসুদ, মোঃ এনামুল হক ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম হাওললাদার।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কামারখালী স্কুলের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম জুয়েল।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলি।
Leave a Reply