রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা দিন রুনশি ৬ নং ওয়াডে জমিজমা বিরোধের কেন্দ্র করে এক তরুণীকে এলপাথাডী পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সারে ৯ টায় আকন বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আহতের নাম ইতি আক্তার তিনি ওই গ্রামের বাসিন্দ মোঃ হারুন আকনের মেয়ে।
আহত ইতি আক্তারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইতি জানান ১৫-২০ দিন আগে ইতিদের একটি ছাগল মাসুদ আকন এর স্ত্রী নাসিমা জোরপূর্বক পিটিয়ে মেরে ফেলে।
এ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে মাসুদ আকন ছেলে ইমরান আকন ও স্ত্রী নাসিমা মিলে ইতি, কুলসুম, সাথী ও মা রাশিদা বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ও রাশিদা বেগমের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এতেও খেন্ত না হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নিজের মাথা নিজে কেটে হাসপাতালে ভর্তি হয়ে ইতিদের নামে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার দিন ইতির দুলাভাই জাহাঙ্গীর ডাকুয়ারকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যান।
তখন পরিবারের সবাই জাহাঙ্গীর ডাকুয়াকে ছাড়িয়ে আনার জন্য থানায় জান তখন ইতি একা বাসায় ছিল।
ওৎ পেতে থাকা ইমরান ইতি কে বাসায় একা পেয়ে ইমরান আকন, সাখাওয়াত খান, ও বশির হাওলাদার সহ ২/৩ জন মিলে ইতির বাসায় ঢুকে তার হাত মুখ বেঁধে শারীরিক
নির্যাতন চালায় এতে ব্যর্থ হলে হত্যার উদ্দেশ্যে তার মাথায় সজোরে রড় দিয়ে আঘাত করলে ইতি মাটিতে লুটিয়ে
পড়ে যায় তখন তার শরীরে সর্বাঙ্গে চাকু দিয়ে আঘাত করতে থাকলে এ সময় ইতির চাচাতো বোন সিনথিয়া
তাদের ঘরের দিকে এগিয়ে আসলে ইতিকে ফেলে রেখে পালিয়ে যান তখন সিনথিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে
বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প ভর্তি করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
বাংলাদেশ জনপদ
Leave a Reply