রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশালের জেলার বানারীপাড়া থানাধীন আওয়ার গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল সহ মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ।
শুক্রবার ( ২২ নভেম্বর) উপজেলা সৈয়দকাটি ইউনিয়নের আউয়ার বাজারে বড় ব্রিজ সংলগ্ন নিজ বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।
আহত আয়েশা বেগম মৃত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী শিকদারের স্ত্রী।
আহত আয়েশা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আয়েশা বেগম জানান রাতে তার বাড়িতে একাই ঘুমিয়ে ছিলেন।
ওই রাতে একদল দখলবাজ মুখে মাক্স পড়ে তার দরজায় কড়া নাড়ে, দরজা খোলার সাথে সাথে মুক্তিযোদ্ধা হোসেন আলীর স্ত্রী আয়েশা বেগমের উপর হামলা চালায়।
প্রসঙ্গত সূত্র ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বরিশাল থেকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত বিরোধীয় ওই সম্পত্তিতে দুই পক্ষকে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।
আদালতের এই নির্দেশকে অমান্য করে বিবাদীপক্ষ রাতের আঁধারে পূর্বপরিকল্পিতভাবে ঘরের সামনের ফাঁকা জায়গায় একটি দখল ঘড় ও কাঠ দিয়ে একটি দোকান ঘর তৈরি করে সম্পত্তি দখল নেয়ার চেষ্টা চালায়।
এতে আয়েশা বেগম বাধা প্রদান করিলে উভয়ের ভিতর বাক বিতান্ড হলে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে আজিম হোসেন (মানিক),
মুরাদ, সেলিম, শামসু, বুলু, কালাম, আইয়ুব আলী, জসিম বালি, খলিল ও রুবেল সহ ১৫/২০ জন মিলে কিল, ঘুসি, লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে বালুর ভিতরে বেঁধে রাখে।
ঘরের মধ্যে ঢুকে স্টিলের আলমিরা সহ বিভিন্ন মালপত্র ভাঙচুর করে এ সময় নগদ ১ লক্ষ্য ৩০ হাজার টাকা, ২ টি স্বর্ণের চেইন,৩ জোড়া কানের দুল ও ১ জোড়া বালা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ও তার ছেলেকে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে এই ব্যাপারে বাড়িতে আসলে বা আইনি প্রক্রিয়ায় গেলে মেরে ঝুলিয়ে রাখবে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের সজনরা জানান।
বাংলাদেশ জনপদ
Leave a Reply