সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
বানারীপাড়ায় পৌর জামায়াতের উদ্যোগে পরিছন্নতায় ব্যতিক্রমী দৃষ্টান্ত জনসাধারণের মুখে স্বস্তির হাসি

বানারীপাড়ায় পৌর জামায়াতের উদ্যোগে পরিছন্নতায় ব্যতিক্রমী দৃষ্টান্ত জনসাধারণের মুখে স্বস্তির হাসি

Oplus_131072

বানারীপাড়া প্রতিনিধিঃ সেবাধর্মী রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করলো বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামী। ২৬ জুন (বৃহস্পতিবার) পৌর এলাকার ব্যস্ততম সড়কে জনদুর্ভোগ লাঘবে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে সংগঠনটি।

ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের মুখে ফিরে আসে স্বস্তির হাসি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বইয়ে যায়।

জনমানবঘন সড়কটি দীর্ঘদিন ধরে পানির লাইন ও ড্রেনেজ সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ থাকায়

চলাচলের জন্য ব্যবহৃত বিকল্প সড়কটি মারাত্মকভাবে নোংরা, কর্দমাক্ত ও ময়লায় ভরপুর হয়ে পড়ে।

এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

সাধারণ মানুষ যখন এমন পরিস্থিতিতে ক্লান্ত ও অসহায়, তখনই এগিয়ে আসে পৌর জামায়াত।

সকালে শুরু হওয়া কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে গ্লাভস, কোদাল, ঝাড়ু ও বস্তা নিয়ে পরিশ্রম করে সড়কটি পরিষ্কার করেন।

দলীয় কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একেবারে মাঠে নেমে জনগণের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে জনসাধারণ হৃদয় থেকে স্বাগত জানায়।

এই কর্মসূচির নেতৃত্ব দেন বানারীপাড়া পৌর জামায়াতের সম্মানিত আমীর কাওসার হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলো বানারীপাড়া যুব সেবা টিম ও পৌরসভা।

উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল,

পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল মল্লিক, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান ও তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান
এছাড়াও আরও অনেক দায়িত্বশীল ও কর্মী এই মহতী কাজে অংশগ্রহণ করেন।

এই কর্মসূচি শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, এটি ছিল এক সামাজিক বার্তা—“জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”
প্রতিদিনের কাদা, গন্ধ ও ময়লার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বিরক্ত ও হতাশ পথচারীরা আজ প্রশান্তির শ্বাস ফেলেছেন।

অনেকেই থেমে থেকে এই প্রচেষ্টাকে বাহবা জানিয়েছেন। এক বৃদ্ধ পথচারী বলেন,

অনেক সংগঠন আছে, অনেক নেতাও দেখি—কিন্তু কাজ করতে দেখি না।

জামায়াত যেভাবে রাস্তায় নেমে কাজ করছে, সত্যিই প্রশংসার যোগ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই কর্মসূচি। অনেকে মন্তব্য করেছেন,

“জনকল্যাণে যাঁরা কাজ করেন, তাঁরাই আসল সমাজসেবক।”

এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে জনগণের আস্থা, ভালোবাসা ও সম্মান অর্জন করেছে বানারীপাড়া পৌর জামায়াত।

একইসাথে, সমাজের অন্যান্য সংগঠন ও নেতৃত্বদের জন্য রেখে গেছে অনুকরণীয় এক উদাহরণ।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories