শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর বানারীপাড়া পৌরসভায় বরিশাল ইসলামী চক্ষু হাসপাতাল
আয়োজিত বানারীপাড়ার সর্বস্তরের চক্ষু সমস্যা জনিত রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ইসলামী চক্ষু হাসপাতাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ টিম সকাল
১০ টা থেকে ২ টা পর্যন্ত সকল বয়সী চক্ষু, মাথা ব্যথার রোগীদের চিকিৎসা পরামর্শ,
চোখের চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ বাবরি পরা, চোখের পাতা ফুলে যাওয়া,
চোখে খচখচ করার চিকিৎসার পাশাপাশি চোখে ছানি পড়া, পানি পরা,
চোখের মাংস বৃদ্ধি পাওয়া ও চোখের টিউমার সহ সকল রোগীদেরকে যাচাই করে অপারেশনের ব্যবস্থা করা হয়।
দূর দুরান্ত থেকে চোখের সমস্যা সংক্রান্ত অনেক রোগীরা ইসলামী
চক্ষু হাসপাতালের পক্ষ হতে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসে।
এ বিষয়ে উপস্থিত থাকা বেশ কয়েকজন রোগীরা বলেন আমরা স্বল্প খরচে ভালো চিকিৎসা পাচ্ছি।
এখানে ডাক্তারসহ স্টফরা সুন্দর ও সাবলীল ভাষায় রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বন্দোবস্ত করেন।
ফ্রী ক্যাম্পিং এর দায়িত্বে থাকা ডাক্তার ও স্টাফরা বলেন আমরা এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছি।
সুলভ মূল্যে ওষুধ ও চশমা দিয়ে থাকি। তারা আরো বলেন মাত্র ৪২০০ টাকায় সানি ও নেত্রনালী এবং আমেরিকান লেন্স দিয়ে ৮২০০ টাকায় অপারেশন করা হয়।
বরিশাল ইসলামী চক্ষু হাসপাতালের বিশেষত্ব হল অভিজ্ঞ ডাক্তার দিয়ে
জাপানি কম্পিউটার ও স্লিটল্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে চোখের যাবতীয় চিকিৎসা ও চশমার পাওয়ার দেয়া হয়।
বাংলাদেশ জনপদ
Leave a Reply