বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের পথ দেখানো উন্নয়নের ধারা দেশে অব্যাহত থাকবে- বিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সারওয়ার  গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবসের প্রস্তুতি সভা উজিরপুরে বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল    মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে দেবরের হাতে ভাবি লাঞ্চিত  গৌরনদীতে সকল সাংবাদিক সংগঠন বিলুপ্তি, প্রেসক্লাব ঘোষিত ভোটের অধিকার নিয়ে আর ছিনি বিনি খেলা চলবে না-ড. আব্দুল মঈন খান বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানা সহ ভাঙ্গলেন টিনের চিমনি বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতার পিতার মৃত্যুতে শোক প্রকাশ
বানারীপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন 

বানারীপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন 

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:: লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন আজ। ১৬ ডিসেম্বর সোমবার ২০২৪ মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই।

আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় একটি দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ।

তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে।

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে থানা পুলিশের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি উদযাপন শুরু হয় এবং সকাল ৮ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বে বানারীপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বানারীপাড়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্স, বানারীপাড়া পৌরসভা এবং বানারীপাড়া উপজেলা জামাতে ইসলামী, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের পক্ষ থেকে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

সকাল ৯ টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বায়েজিদুর রহমান ও অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোস্তফা বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপনের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।

পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনিস্টিটিউশন মাঠে বিজয় মেলা ঘুরে দেখেন।সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

জোহর নামাজ বাদ বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের মাগফেরাত কামনায় প্রার্থনা করা হয় এবং দুপুর দুইটায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইয়াতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories