সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ধীন ১নং বিশারকান্দি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) সমিরণ বেপারীর স্বেচ্ছাচারিতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়নের সাধারণ জনগন।
বিশারকান্দি ইউনিয়ের সাধারন জনগনের পক্ষ থেকে এই সরকারি কর্মচারীর বিরুদ্ধে রয়েছে বিস্তার অভিযোগ, এই অভিযোগের সূত্র ধরে সরোজমিনে অনুসন্ধানে গেলে জানা যায়, সমিরন বেপারী ২০১৮ এই পদে চাকুরিতে যোগদান করেন।
চাকুরীতে যোগদানের পর থেকেই নিয়ম নীতির তোয়াক্কা না কারে স্থানীয় প্রভাব খাটিয়ে সরকারি দ্বায়িত্ব অবহেলা করে আসছেন।
তার উপর অর্পিত সরকারি দ্বায়িত্বের প্রতি তিনি সম্পূর্ণভাবে উদাসীন যাহা সরকারি চাকুরি বিধিমালার সম্পূর্ন পরিপন্থী।
বিশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা পরিদর্শকের নিয়মিত হাজিরা বহিঃতে সকাল ৯টায় উপস্থিত থেকে স্বাক্ষর দেয়ার নিয়ম রয়েছে,
কিন্তু গোপন সূত্রে জানা যায় , সমিরণ বেপারী গত ১০ /০৬/২০২৪ খ্রিঃ তারিখ থেকে ২৫/০৬/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত হাজিরা বহিঃতে স্বাক্ষর ছিল না
এতে প্রতীয়মান হয় যে সমিরণ বেপারী নিজ কর্মস্থলে বিনা অনুমোতিতে অনুপস্থিত ছিলেন যা সরকারি দ্বায়িত্বর প্রতি চরম অবহেলার সামিল।
পরিবার কল্যাণ সহকারীগন প্রতিমাসে অগ্রীম ভ্রমন সূচী পরিবার পরিকল্পনা পরিদর্শকের নিকট দাখিল করেন এবং
পরিবার পরিকল্পনা পরিদর্শক সেই ভ্রমন সূচী মোতাবেক পরিবার কল্যাণ সহকারীদের মাঠের তদারকি করবেন
কিন্তু সমিরণ বেপারী পরিবার কল্যাণ সহকারীদের দাখিলকৃত ভ্রমন সুচী মোতাবেক পরিদর্শন করেন না।
তার অধীনস্থ পরিবার কল্যাণ সহকারী নাহার পারভীন , ইভা আক্তার সুমি, ও শারমীন আক্তার দের নিয়মিত পরিদর্শন করার কথা থাকলেও সমিরণ বেপারী তাদের পরিদর্শন করেন না,যা বিভাগীয় শাস্তিযোগ্য অপরাধ।
এ ছাড়া ও প্রতি সপ্তাহে শনি ও মংগলবার কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থাকার নিয়ম থাকলেও সমিরণ বেপারী কমিউনিটি ক্লিনিকে নিয়মিত উপস্থিত থাকেন না।
গত ২৭/০৬/২০২৪খিঃতারিখে বেলা ২টায় বিশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র সরেজমিনে গিয়ে তালা বদ্ধ অবস্থায় দেখা যায়,
সেখানে ডাঃ অনিমেষ গাইনকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান সে অসুস্থতা জনিত কারনে ছূটিতে আছেন, অফিসে আয়া থাকার কথা আমি খোজ নিয়ে দেখছি সে কোথায় তাৎক্ষনিক পরে অনিমেষ গাইন জানান তিনি ব্যাংকে গেছেন।
এরপর সমিরণ বেপারীকে ফোন করলে তিনি দ্রুত এসে বলে ভাই আমি ডিউটি শেষ করে বাড়িতে গেছিলাম। জুন মাসে ঠিকমতো হাজিরা খাতায় স্বাক্ষর নেই এইরকম একটি ছবি প্রতিবেদকের হাতে আছে বললে তিনি অফিস খুলে হাজিরা খাতা দেখায়।
কিন্তু গোপন সূত্রে জানা যায়, ডাক্তার ছুটিতে থাকার সুযোগে ঐদিনই সুযোগ বুঝে হাজিরা খাতায় পূর্বের স্বাক্ষরগুলি দিয়ে দেয় অভিযুক্ত সমিরন বেপারি।
অভিযুক্ত সমিরণ বেপারী এহেন কার্যক্রমের কারনে প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হচ্ছে বলে মতামত এলাকাবাসীর।
স্থানীয় চেয়ারম্যানের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যাপারে খোজ খবর রাখবেন বলে জানান।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা ফারজানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক সাইদুর রহমান, এর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি উপজেলা কর্মকর্তার আওতাধীন রয়েছে তিনি বিষয়টি তদারকি করবেন।
Leave a Reply