বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা গুরুতর আঘাত প্রাপ্ত ও রক্তাক্ত যখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ২৭ জানুয়ারি রাত আনুমানিক ৮ টায। বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের মৃত মুনসুর আলী ফকিরের বসত বাড়িতে এমন ঘটনা ঘট।
মুনসুর আলী ফকিরের পুত্র নাসির ফকির ৫৫ অভিযোগ করে বলেন, আমার স্ত্রী জরিনার সাথে তুচ্ছ ঘটনা কেন্দ্রিক একই বাড়ির আবুল হোসেন ফকিরের পুত্র বাবু ২২, ও তার ভাই রাজা ১৫ অযথা বাকবিতন্ডা জড়িয়ে দেয়।
এমন ঘটনার প্রতিবাদে জরিনার স্বামী নাসির এগিয়ে আসলে একই বাড়ির প্রতিপক্ষ বাবু ও রাজা নাসিরকে লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এবং শরীরের বিভিন্ন যায়গায় রক্তাক্ত যখম করে।
নাসির মাটিতে পরে গেলে স্হানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মামলার প্রস্হতির কথাও জানিয়েছেন ভুক্তভোগি পরিবারের লোকজন। এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে প্রশাসনের সর্ব মহলে শাস্তির দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply