রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
এইচ এম সোহেল:: ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল খালিদ হোসেন স্বপন। বুধবার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খালেদ হোসেন স্বপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এছাড়াও এ সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে খালিদ হোসেন স্বপন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন হাফিজ আহমেদ স্বপন।
Leave a Reply