বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
কেএম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ বাবুগঞ্জে খেতের ফসল নষ্টের প্রতিবাদ করায় দিনমজুরকে কুপিয়ে রক্তাক্ত যখম করে হাসপাতালে পাঠানোর ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ (বৃহস্পতিবার) দুপুর বারোটা দিকে জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক গ্রামের হানিফ বেপারির পুত্র অসহায় দিনমজুর শামসুল হক বেপারি ৪৮ এর বেলায়।
শামসুল হক বেপারির ভাই মিলন জানায় তার ভাই শামসুল হক বাড়ির সন্নিকটে বরগা জমিতে পাট রোপন করেন।
কিন্তু একই গ্রামের পাশ্ববর্তী জয়নাল ফাকির ও তার পুত্র গং পুর্ব শত্রুতার জের ধরে তার রোপন কৃত পাট রিতি মত নষ্ট করে আসলে তার প্রতিবাদ করেন শামসুল হক।
তাতে তারা ক্ষিপ্ত হয়ে জয়নাল ফকির ৪৫ ও তার দুই পুত্র নাইম ২৭ ও নাইম ২৩ শামসুলকে এলোপাতাড়ি মারধোর করে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করেন।
শামসুল হক মাটিত লুটে পরলে তার ডাকচিৎকারে স্হানীয়রা দৌরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয় প্রশাসনের সর্বমহলে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শামসুল হক ও তার পরিবারের লোকজন।।
Leave a Reply